স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া গ্রামে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ একই পরিবারের ২ জন আহত হয়েছে। ঘটনায় আহত সেজনা বেগম বাদী হয়ে কপিল উদ্দিনকে প্রধান আসামী করে ৭ জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন। উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া গ্রামের মৃত কালাই মিয়ার পুত্র কপিল উদ্দিনের সাথে একই এলাকার মৃত ছবর উদ্দিনের পুত্র আলফাজ উদ্দিনের জায়গা জমি ও টাকা পয়সার লেনদেন নিয়ে বহুদিন যাবত মনমালিন্য ও শত্রæতা চলিয়া আসিতেছে। এরই জেরে ৬ আগষ্ট সকালে কপিল উদ্দিনের লোকজনের হামলায় আলফাজ উদ্দিন ও তার স্ত্রী সেজনা বেগম গুরুতর আহত হয় আহত অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মামলার এজাহারে উল্লেখ করেন জায়গা জমি ও টাকা পয়সার লেনদেন নিয়া কপিল উদ্দিন ও তার লোকজনের সাথে বহুদিন যাবত আলফাজ উদ্দিনের মনমালিন্য ও শত্রæতা চলিয়া আসিতেছে। উক্ত শত্রæতার আক্রোশে ৬ আগষ্ট শুক্রবার সকালে কপিল উদ্দিন ও সেজনা বেগমের সাথে কথা কাটাকাটি হয় এক পর্যায় কপিল উদ্দিন উত্তেজিত হইয়া তার লোকজন নিয়া রামদা, লোহার রড, লাটিসোটা ইত্যাদিসহ সেজনা বেগমের উপর হামলা চালায় । সেজনা বেগমকে বাঁচাতে তার স্বামী ছুটে আসলে তাকে ও আঘাত করেএতে স্বামী স্ত্রী উভয় আহত হয়। পরে এলাকাবাসী তাদেরকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া যান এবং চিকিৎসার জন্য ভর্তি করান। হামলার ঘটনায় আলফাজ উদ্দিনের স্ত্রী আহত সেজনা বেগম বাদী হয়ে ৮ আগষ্ট জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন।
Leave a Reply