নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জের চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মুফতী এম.এ মজিদ পিরিজপুরী সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন।
শনিবার (২১ আগস্ট) সিলেটের ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়ামে বিভাগীয় প্রশিক্ষণপ্রাপ্ত শ্রেষ্ঠ ইমাম বাছাই ও ইমাম সম্মেলন ২০২০-২১ শ্রেষ্ঠ ইমাম হিসাবে হযরত মাওলানা মুফতী এম.এ মজিদ পিরিজপুরী এর নাম প্রকাশ করা হয়।
এতে সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ফরিদ উদ্দিন। এসময় বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হযরত মাওলানা মুফতী এম.এ মজিদ পিরিজপুরী বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ হবিগঞ্জ জেলার সম্মানিত সাংগঠনিক সম্পাদক, ইসলামিক ফাউন্ডেশন জেলা শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি হিসেবে দীর্ঘদিন যাবত দায়িত্বরত রয়েছেন।
Leave a Reply