সিলেট প্রতিনিধি::
২১ আগস্ট ২০২১ ইং তারিখ ২২:৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, ব্যাটালিয়ন সদর (সদর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল মেজর মোঃ মঈনুল ইসলাম এবং সিনিঃ এএসপি লুৎফুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এসএমপি-সিলেট এর জালালাবাদ থানাধীন তারাপুর চা বাগান রোডস্থ পার্কভিউ আবাসিক এলাকায় গেইটের ডান পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ক। গাঁজা = ৬০ গ্রাম জব্দ পূর্বক ১। রুপচাঁন আহমেদ (২৪), পিতা- মো- সালাম মিয়া, সাং- রাজাপুর, থানা-ধর্মপাশা, জেলা- সুনামগঞ্জ, বর্তমানে: নিকুঞ্জ আবাসিক এলাকা, থানাঃ কোতায়ালী, এসএমপি-সিলেট, ২। মোঃ রাজন আহমেদ (২৩), পিতা- মোঃ আক্কাস আলী, সাং- চিনেরচর, থানা- ইসলামপুর, জেলা- জামালপুর, বর্তমানে: কানিশাইল ০১ নং রোড, বাবলা মিয়ার কলোনী, থানা- কোতয়ালী, এসএমপি-সিলেট, ৩। রাসেল আহমেদ (১৯), পিতা- মৃত মঈন উদ্দিন, সাং- গবীনপুর, থানা- সুনামগঞ্জ সদর, জেলা- সুনামগঞ্জ, বর্তমানে: গোয়াবাড়ী কামাল মিয়ার রিক্সার গ্যারেজ, থানা- এয়ারপোর্ট, এসএমপি-সিলেট, ৪। নাজমুল আহমেদ (১৮), পিতা- কুদ্দুস আহমদ, সাং- মজুমদার পাড়া, ঘাসিটুলা বি-ব্লক, শেখঘাট, থানা- কোতয়ালী, এসএমপি-সিলেট, ৫। মোসাব্বির আহমেদ (১৮), পিতা- অলিউর রহমান সাজু, সাং- ভালুকজান, থানা- ফুলবাড়ীয়া, জেলা- ময়মনসিংহ বর্তমানে: কানিশাইল ০১ নং রোড, ফারুক মিয়ার কলোনী, থানা- কোতয়ালী, এসএমপি-সিলেটদের’কে গ্রেফতার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত আসামীদের ও জব্দকৃত আলামত সমূহ এসএমপি-সিলেট এর জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply