দেশ বাংলা ডেস্কঃ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী সাবিকুননাহার সিন্থিয়া কোলন ক্যান্সারে আক্রান্ত।
সিন্থিয়াকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হলে যথাযথ চিকিৎসা প্রয়োজন। এর জন্য দরকার অন্তত ৩০ লাখ টাকা। কিন্ত তার মধ্যবিত্ত পরিবার এর পক্ষে এতো খরচ বহন করা সম্ভব না।
ইতিমধ্যে বিভিন্ন পরীক্ষানিরীক্ষা করতে গিয়েই হিমশিম খাচ্ছে তার পরিবার। এখন সে ক্যান্সারের ৩য় ধাপে আছে। তাই মেধাবী শিক্ষার্থী সিন্থিয়ার সম্ভাবনাময় জীবন রক্ষা করতে সহযোগিতা চেয়েছে তার পরিবার।
সহায়তা পাঠানোর ঠিকানা :
Account No- 5632502000792
Sonali Bank Limited
Branch Name-Shahjalal University of Science & Technology, Sylhet.
Routing No-200913076
Bkash/ Rocket/ Nagad – 01773-395750
Leave a Reply