মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়নের স্থানীয় মোহাম্মদগঞ্জ বাজার বনিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আজ ২৮ আগষ্ট শনিবার সম্পন্ন হয়েছে।
তুমুল নির্বাচনে সভাপতি পদে রুকন উদ্দিন ও সুহেল আহমেদ সুহিনুর প্রতিদ্বন্দিতা করেন। সভাপতি পদে মোঃ রুকন উদ্দিন আনারস প্রতীকে ৫৭ ভোট পেয়ে বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দী সুহেল আহমদ সুহিনুর ছাতা প্রতীকে ৩৬ ভোট পেয়ে পরাজিত হন।
অন্যান্য পদে কোন প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন সহ-সভাপতি পদে মাওঃ শামছুল ইসলাম সাধারন সম্পাদক পদে মোঃ আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আবুল লেইছ, কোষাধ্যক্ষ পদে মোঃ আক্তার হোসেন ও প্রচার সম্পাদক পদে মোঃ মহিনুর রহমান। সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৬ জন বিজয়ী হন। আজ শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সকাল ১০টা থেকে শুরু করে বেলা ২ ঘটিকা পর্যন্ত ভোটগ্রহন চলে। বিপুল উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভোটাররা তাদের মনোনীত প্রার্থীকে ভোট প্রদান করেন। ঐতিহ্যবাহী মোহাম্মদগঞ্জ বাজার বনিক সমিতির আলোচিত দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে আসেন ১নং কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফখরুল হোসেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ কুতুব উদ্দিন, ১নং কলকলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাশিম, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও সালিশ ব্যক্তি আজাদ মিয়া তালুকদার, আওয়ামিলীগ নেতা ও বিশিষ্ট সালিশী ব্যক্তি জসীম উদ্দিন, বিশিষ্ট সালিশ ব্যক্তি আলাল হোসেন রানা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা সাজুল ইসলাম, কলকলিয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য লিয়াকত হোসেন অমৃত ৩নং ওয়ার্ড সদস্য মুজাফর আলী লিটন ও ৪ নং ওয়ার্ড সদস্য আব্দুল কাইয়ুম সহ প্রশাসনিক ও এলকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply