মোঃ আব্দুল ওয়াহিদ, জগন্নাথপুর থেকে :-
“বেশি বেশি মাছ চাষ করি, বেকাত্ব দূর করি” স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জগন্নাথপুর মৎস অফিসের আয়োজনে সংবাদ সম্মেলন ও স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল ৪টায় জগন্নাথপুর উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আখতারুজ্জামান জানিয়েছেন
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলায় আজ শনিবার থেকে আগামী ৩ সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে প্রচারণা, পোনামাছ অবমুক্ত করণ, মৎস্যজীবি ও মৎস্যচাষিদের সাথে মতবিনিময়, মৎস্য বিষয়ক বিশেষ পরামর্শসেবা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষন প্রদান এবং সমাপনী অনুষ্ঠাণ অনুষ্ঠিত হবে।
জাতীয় মৎস্য সপ্তাহ সফলভাবে উদযাপনে সকল মহলের সহযোগিতা কামনা করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আখতারুজ্জামান।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আখতারুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন দৈনিক মানব জমিন প্রতিনিধি শংকর রায়, দৈনিক সমকাল প্রতিনিধি তাজ উদ্দিন আহমদ, দৈনিক প্রথম আলো প্রতিনিধি অমিত দেব, বাংলাদেশ মিডিয়া প্রতিনিধি মো: আব্দুল ওয়াহিদ প্রমূখ।
এসময় উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আসিফ ইকবাল, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মো: হুমায়ুন কবির, আজকের পত্রিকা প্রতিনিধি জুয়েল আহমদ, দৈনিক জৈন্তা বার্তা প্রতিনিধি রেজুওয়ান কোরেশী, দৈনিক শুভ প্রতিদিন প্রতিনিধি মুহাম্মদ ইকবাল হোসাইন, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোঃ রফিকুল ইসলাম, ক্ষেত্র সহকারী মোঃ ইব্রাহিম ইসলাম, ক্ষেত্র সহকারী আলিফ হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply