হৃদয় এস এম শাহ্-আলম মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তাদের উদ্যোগে কৃষি অফিস কক্ষে (রবিবার ২৯ আগষ্ট) সকালে কৃষি কর্মকর্তাদের উপস্থিতিতে দুইদিন ব্যাপি আধুনিক পদ্ধতিতে শাক সবজি বিষয়ে প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ও আজ লাগা দুইদিন ব্যাপি আধুনিক পদ্ধতিতে শাক সবজি চাষ বিষয়ে প্রশিক্ষণ শেষে উপজেলা কৃষি কর্মকর্তাগণ বলেন,বাড়ির আঙ্গিনা ও পরে থাকে জায়গা সহ প্রত্যেকের জমিতে আধুনিক উন্নত মানসম্মত পদ্ধতি ব্যবহার করে শাক সবজি ফলনে অধিক পরিমাণে লাভবান হওয়া সম্ভব।যেমন,যে মাস গুলোতে শাক সবজি বেশি ফলন হয় এমনকি কোন সময়ে কী পদ্ধতি ব্যবহার করতে হয়।এগুলো প্রতিহত সেবা দিতে কৃষি কর্মকর্তাগণ সব সময় আছি কৃষকদের সাথে।
কৃষি কর্মকর্তাগন আরো বলেন, কৃষকগণ ১২মাসের ভিতরে যে, মাস গুলোতে শাক সবজি চাষ করা হবে,উক্ত শাক সবজিতে বিভিন্ন রোগ ও ভাইরাস গুলো থেকে রক্ষা পেতে সব সময় বিভিন্ন পরামর্শ ও ঔষধাদি দিয়ে চাষিদের পাশে থাকবে কৃষি অফিস।এবং কৃষি অফিসের পরামর্শে ও আধুনিক পদ্ধতি ব্যবহার করলে কৃষকরা কৃষি চাষ করে সফল হতে পারবে।
উল্লেখীত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল মামুন হাসান,উপকৃষি অফিসার মোঃ সৌরাব হোসেন,কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আজহারুল ইসলাম সহ প্রমুখ।
Leave a Reply