শ্রীমঙ্গল(মৌলভীবাজার)প্রতিনিধি ::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক রাতে প্রায় ৮টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংঘটিত হয়েছে। মঙ্গলবার (৩১আগষ্ট )দিবাগতে রাতে কোন একসময় দিকে শহরের বিভিন্ন রোডে একসাথে এই চুরি সংঘটিত হয়।ব্যবসায়ীদের দোকানে চুরির ঘটনায় তারা দিশেহারা হয়ে পড়েছেন।সরেজমিনে গিয়ে যানাযায়
উকিল বাড়ী রোডে ওয়াটারলিলি ফুড স্টোর এর মালিক মোঃ রিয়াদ হোসেন বলেন প্রতিদিনের মত
রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই।পরদিন বুধবার সকালে প্রতিদিনের মত দোকানে গিয়ে দেখি দোকানের শাটার ও তালা ভেঙ্গে চুরেরা দোকানে ডুকে চুরি করে মালামালসহ নগদ ২৭ হাজার টাকা সহ অনেক মাল নিয়ে যায় ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা।
এছাড়াও আরও ৭টি দোকানে চুরির ঘটনা ঘটেছে।
দেবনাথ মেডিকেল হল সোনামিয়া রোড (মিশন রোড) নগদ ৬ হাজার টাকা ৫/৭ হাজার টাকার মেডিসিন নিয়ে যায়। প্রীতি এন্ড প্রিয়া ভেরাইটিজ স্টোর
প্রোঃ লিটন দেব, রুপসপুর দূর্গাবাড়ী সামনে। নগদ ১০ হাজার টাকা মালামাল ও কার্ডসহ ২০ হাজার মোট ক্ষতি ৩০ হাজার টাকা। সি লেডিস টেইলার্স আরকে মিশন রোড, নগদ ১২ হাজার টাকা কাপড় ৫/৬ হাজার টাকা মোট ১৮ হাজার টাকা।
ছাদ ভ্যারাইটিজ স্টোর কলেজ রোড কালিবাড়ির সামনে চাটার্ড ব্যাংকের নগদ টাকা ও ১ টি মোবাইল। পূরবী স্টোর কলেজ রোড কালী বাড়ির সামনে সিগারেট ৪৫০০ নগদ সহ মোট ৬ হাজার টাকা।আয়ুস ডিজিটাল স্টুডিও কলেজ রোড নগদ ৩২০০ টাকা মালামাল তছনছ করেছে। সুহাসিনী ফার্মেসী
কলেজ রোড নগদ ২৬০০টাকা।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.হুমায়ুন কবির জানান,সব দোকানের সিসি ফুটেজ দেখে এসেছি এবং পৌর এলাকার সব কাউন্সিলরদের সাথে আলাপ চলছে শহরে পাহারাদার দেওয়ার জন্য আর সিসি ফুটেজ দেখে চুরদের দরতে পুলিশ তৎপর রয়েছে।
Leave a Reply