রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি::
সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১২তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষে ‘সাইফুর রহমান সৃতি সংসদ, আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয় । রবিবার(৫ই সেপ্টেম্বর) দুপুরে মরহুমের নিজ বাড়ী বাহার্মদন অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন
এডভোকেট আব্দুল মতিন ও বকশি মিসবাউর রহমানের যৌথ পরিচালনায় – প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রী জৈষ্ট পুত্র ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান । বিশেষ অতিথি ছিলেন এডভোকেট রুহুল কদ্দুছ তালুকদার দুলু, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, শাহ জালাল বিশ্ব বিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর মুসলেহ উদ্দিন আহমেদ,হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জিকে গউস, মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন,মন্ত্রীর সাবেক এপিএস আব্দুল কাইয়ূম চৌধুরী, সৈয়দ তৌফিক আহমেদ।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক,জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল,সধারন সম্পাদক এম এ মুহিত, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক জিএম মোক্তাদির রাজু, জেলা ছাত্রদলে সাধারন সম্পাদক আকিদুর রহমান সোহান সহ বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল এবং জেলার বিভিন্ন উপজেলার নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা এম সাইফুর রহমানের জীবনী নিয়ে আলোচনা করে বলেন বিএনপি সরকারে থাকা সময় উনি ভ্যাট প্রতা চালু করায় আজকে দেশ উন্নয়নের মহা সড়কে অবস্থান করছে।
এম সাইফুর রহমানের রুহে মাগফেরাত কামনা করেন এবং মিলাদ মাহফিল ও মোনাজাত করা হয়।
Leave a Reply