তাহিরপুর প্রতিনিধি::
বেশি বেশি মাছ চাষ করি’ বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মৎস অধিদপ্তরের অর্থায়নে ১শ’ ৮৯কেজি মাছ অবমুক্ত করণ করা হয়।
বুধবার (৮ সেপ্টেম্বর ) দুপুর ১২টার সময় উপজেলার শনিবার হাওরে” সদর ইউনিয়ন পরিষদের নীচের জলাশয়ের মধ্যে,পোনা মাছ অবমুক্ত করণ কার্যক্রম অনুষ্ঠিত হয় ।
পোনা মাছ অবমুক্ত করণ কার্যক্রমে”প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় উপ পরিচালক জিল্লুর রহমান, বিশেষ অতিথি, তাহিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলার সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিসেট্রটের আলা উদ্দিন, জেলা মৎস কর্মকর্তা সুনীল মন্ডল, উপজেলা মৎস কর্মকর্তা সারোয়ার হোসেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুরহান উদ্দিন প্রবীণ সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখ প্রমুখ ।
তাহিরপুর উপজেলার মৎস কর্মকর্তা সারোয়ার হোসেন বলেন, আজ ২১৮কেজি পোনা মাছ অবমুক্ত করণ করার কথা ছিল। কিন্তু পরিমাণে কম এসেছে। বাকি ২৯ কেজি পোনা মাছ আগামী কাল উপজেলা পরিষদের পুকুরে অবমুক্ত করণ করা হবে ।
Leave a Reply