সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তে পৃথক পৃথক অভিযান চালিয়ে” ৭ লাখ টাকার অবৈধ মালামাল আটক করেছে বিজিবির জোয়ান।
বিজিবির সূত্রে জানা যায়’ ১৫ সেপ্টেম্বর বুধবার ভোর ৫টা ৪০ মিনিটের সময় চিনাকান্দি বিওপির টহল দল এক বিশেষ অভিযান চালিয়ে” বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের শিলডুয়ার নামক স্থান হতে ৫২ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৭৮,০০০/- টাকা। একই দিনে লাউরগড় বিওপির টহল দল এক বিশেষ অভিযান চালিয়ে’ তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ২৫০ কেজি ভারতীয় কয়লা, ২০ ঘনফুট পাথর এবং ৩টি বারকী নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ১,৫৬,৭৫০/- টাকা।
অপর দিকে ১৪ সেপ্টেম্বর আশাউড়া বিওপির টহল এক বিশেষ অভিযান চালিয়ে” সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রংগারচর ইউনিয়নের নৈগাং নামক স্থান হতে ৭৫ কেজি ভারতীয় চিনি আটক করে, যার আনুমানিক মূল্য ৬,০০০/- টাকা।
একই দিনে টেকেরঘাট বিওপির টহল দল এক বিশেষ অভিযান চালিয়ে তাহিরপুর উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট নামক স্থান হতে ৭৫০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ৯,৭৫০/- টাকা ।
অন্য দিকে একই দিনেই চাঁনপুর বিওপির টহল দল ১৪ সেপ্টেম্বর মঙ্গলবারে চানঁপুর বিওপির টহল এক বিশেষ অভিযান চালিয়ে’ তাহিরপুর উপজেলার ৪নং বড়দল ইউনিয়নের রজনী লাইন নামক স্থান হতে ২০০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ২,৬০০/- টাকা।
অপর দিকে একই দিনে ডুলুরা বিওপির টহল দল অভিযান চালিয়ে” বিশ্বম্ভরপুর উপজেলাধীন ১নং শলুকাবাদ ইউনিয়নের ধোপাযান চলতি নদী হতে ২০০ ঘনফুট ভারতীয় পাথর, ১টি বারকী নৌকা এবং ১টি ইঞ্জিনসহ কাঠের নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ৩,৫৪,০০০/- টাকা।
একই দিনে লাউরগড় বিওপির টহল দল এক বিশেষ অভিযান চালিয়ে তাহিরপুর উপজেলার বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ৩৫০ কেজি ভারতীয় কয়লা এবং ইঞ্জিনসহ ০১টি বারকী নোকা আটক করে, যার আনুমানিক মূল্য ৯৪,৫৫০/- টাকা।
একই দিনে চিনাকান্দি বিওপির টহল দল এক বিশেষ অভিযান চালিয়ে বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম নামক স্থান হতে ৪,৫০০ পিস ভারতীয় নাসির বিড়ি আটক করে, যার মূল্য ৭,৬৫০/- টাকা।
সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন অধিনায়ক পিএসসি পরিচালক তসলিমা এহসান এর সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় এবং নাসির বিড়ি, কয়লা, পাথর, ইঞ্জিনসহ কাঠের নৌকা, ইঞ্জিনসহ বারকী নৌকা এবং চিনি শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply