হৃদয় এস এম শাহ্-আলম মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহড়া ইউনিয়নের তালিবপুর আহ্ছানিয়া উচ্চ বিদ্যালয়ের দমশ শ্রেণির কয়েক জন্য ছাত্রের কয়েক দিনের টিফিনের টাকা বাঁচিয়ে রবিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন ও প্রতিটি ক্লাসের মধ্যে সকলের মাঝে মাক্স বিতরণ করা হয়েছে।
বৃক্ষ রোপন ও মাক্স বিতরণ কালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধু মোহন সাহা,উত্তম কুমার পাঁল,মোঃ আলমাছ,মোঃ জিয়াউর রহমান,অনুফা আক্তার,অর্পিতা রাণী সেন,মোঃ তাউছ মিয়া,আ ন ম হাসান রাব্বি,মোঃ আশিকুর রহমান,মোঃ মোহন মিয়া,জান্নাতে নাজিয়া,মিতালি মন্ডল,অলি আহাদ,কিরণ রন্দন সূত্রধর।
এসময় ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ হাসিবুর খন্দকার,
দেলোয়ার হোসেন ইমন,সাব্বির,নূর আহম্মেদ,রাকিবুল,আনোয়ার,
মামুন,শরীফ,মিটু প্রমুখ।
Leave a Reply