তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তে পৃথক পৃথক অভিযান চালিয়ে
ভারতীয় নাসির বিড়ির চালানসহ
অবৈধ মালামাল আটক করেছে বিজিবির জোয়ান ।
২৪ সেপ্টেম্বর শুক্রবার রাত আড়াই টার সময় চানঁপুর চানঁপুর বিজিবির বিওপির টহল দল এক বিশেষ অভিযান চালিয়ে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রাজাই নামক স্থান হতে ৬৩,০০০ পিস ভারতীয় নাসির বিড়ি আটক করে, যার মূল্য ১,০৭,১০০/- টাকা।
অন্য দিকে” লাউরগড় বিওপির টহল দল একই দিনে অভিযান পরিচালনা করেন উপজেলার বাধাঘাট ইউনিয়নের সায়েদাবাদ নামক স্থান হতে ২০০ কেজি ভারতীয় কয়লা, ১৫ ঘনফুট পাথর এবং ০২টি ঠেলাগাড়ী আটক করে, যার আনুমানিক মূল্য ১৪,৪০০/- টাকা।
অপরদিকে ২৩ সেপ্টেম্বর চানঁপুর বিওপির টহল এক বিশেষ অভিযান চালিয়ে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের নয়াছড়া নামক স্থান হতে ৩৫ ঘনফুট ভারতীয় চুনাপাথর আটক করে, যার আনুমানিক মূল্য ৫,৬০০/- টাকা।
সুনামগঞ্জ ২৭ব্যাটালিয়ন অধিনায়ক পিএসসি পরিচালক তসলিমা এহসান এর সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ভারতীয় নাসির বিড়ি, চুনাপাথর, কয়লা, পাথর এবং ঠেলাগাড়ী শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply