তাহিরপুর প্রতিনিধি:
“তথ্য আমার অধিকার জানা আছে কি সবার” এই প্রতিপাদ্য কে সামনে রেখে, বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় বিজয়ী।
আগামী (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার( ২৫,সেপ্টেম্বর )তাহিরপুর পজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা রায়হান কবির এর সভাপতিত্বে, একটি বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়।অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় ৮টি দল অংশগ্রহণ করেন।এতে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় বিজয়ের স্বাধ অর্জন করেছে ।
নির্ধারিত সময় বিতর্ক প্রতিযোগিতা শেষে,বিচারক মণ্ডলী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৮টি দলের মধ্যে,তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কে সেরা দল হিসাবে ঘোষণা করে।সেরা দল হিসাবে ঘোষিত তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ আগামী ২৭জুলাই জেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির,উপজেলা ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতায় সেরা দল হিসাবে ঘোষিত তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ হতে অংশগ্রহণকারী দলের সাফল্য কামনা করেন।
Leave a Reply