জগন্নাথপুর প্রতিনিধি:-
প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরে বিশ্ব বিখ্যাত ইলেক্ট্রনিক পণ্য সিঙ্গার শো-রুমের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিপুল উৎসাহ উদ্দীপনায় ফাইভ স্টার ইলেকট্রনিক্্র কর্তৃক সদ্য প্রতিষ্ঠিত জগন্নাথপুর সদরের সি/এ মার্কেট এলাকায় সিঙ্গার শো-রুমের ফিতা কেঁটে উদ্বোধন করেন সিঙ্গার-এর সিলেট এরিয়া ম্যানেজার রেজাউল করিম। এসময় সিঙ্গারের সিলেট এরিয়ার সহকারী ম্যানেজার ফারুক আহমদ, বিশিষ্ঠ শিক্ষাবিদ আবু হোরায়ারা ছাদ মাষ্টার, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হুছবান নূর, হাফিজ মুহিবুর রহমান, হাফিজ নুরুল হক, সদর জামে মসজিদের ইমাম মাওলানা আজমল হোসেন জামী, উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী, বিশিষ্ঠ ব্যবসায়ী আব্দুর রহীম পীর, শ্রমিক নেতা নুরুল হক, গোলাম রব্বানী, মুরব্বী আরব আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি কল্যান কান্তি রায় সানী, ফাইভ স্টার ইলেকট্রনিক্্র -এর চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ম্যানেজিং ডিরেক্টর আ হ ম ওয়ালি উল্ল্যাহ, ক্যাসিয়ার রাজিবুল হক চৌধুরী, পরিচালক শাহ মো: জুনায়েদ আহমদ, আব্দুল মুহিত, বিশ্ব কান্তি পাল, মো: আমির আলী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
Leave a Reply