তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দীর্ঘ দিন পর’ যুব মহিলা লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২রা অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে যুব মহিলা লীগের দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ,ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়। তাহিরপুর উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক আইরিন আক্তারের সভাপতিত্বে,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন খোকন এর সঞ্চালনায়’ ত্রি-বার্ষিকী সম্মেলনের কার্যক্রম উদ্বোধন করেন, বাংলাদেশ যুব মহিলা লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল ।
উদ্বোধন কালে তিনি বলেন, জাতির জনক শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা’ সফল প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা নারীর জাগরণ, নারী নেতৃত্ব নারীর অধিকার বাস্তবায়নের লক্ষ্যে দিন রাত কাজ করে চলছেন , সেই নীতির বাস্তবায়নের লক্ষ্যে যুব মহিলা লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন ঢেলে সাজানোর জন্য, যোগ্য নেতৃত্ব বেড় করাই আজকের এই আয়োজন, দেশের উন্নয়ন চলমান রাখতে হলে, নারী -পুরুষ সবাই মিলে একযোগে কাজ করতে হবে। আসুন আমরা নারী জাগরণের সহযাত্রী হই।
ত্রি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ১আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন’ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম শামীম,
বাংলাদেশ যুব মহিলা লীগের সহসভাপতি ডেইজি সারোয়ার, সহ সম্পাদক লাভলী সুলতানা, বাংলাদেশ যুব মহিলা লীগের দপ্তর সম্পাদক বিনা চৌধরী,জেলা যুব মহিলা লীগের সভাপতি সানজিদা নাসরিন দিনা ডায়না সাধারণ সম্পাদক জান্নাত মরিয়ম জেলা মহিলা লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধরী বাবুল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান,সিনিয়র সহসভাপতি আলী মুর্তজা, সাধারণ সম্পাদক অমল কর,যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম উপজেলা যুবলীগের আহ্বায়ক হাফিজ উদ্দিন পলাশ, যুব মহিলা লীগের নেত্রী হেনা বেগম, মহিলা নেত্রী হাজেরা, প্রমুখ ।
উপজেলা যুব মহিলা লীগের সম্মেলনে’ আইরিন আক্তারকে সভাপতি, রেবা আক্তার সাধারণ সম্পাদক পদে ঘোষণা করা হয় ।
Leave a Reply