হৃদয় এস এম শাহ্-আলম মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়া জিন্নতপুর গ্রামে ব্যাবসায়ী ওয়াসীম আকরামের বাড়ীতে গৃহস্বামী ও তার শিশু পুত্রকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ,স্বণার্লংকার ,মোটর সাইকেল সহ ৯ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে । সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটেছ । মঙ্গলবার সকালে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক , ডিবি ওসি আল আমীন , ওসি (তদন্ত) এস এম মাইনুদ্দিন, মমিনুল ইসলাম পিপি এম সহ পুলিশ কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।
বেজুড়া গ্রামের হাজী একরাম হোসেনের ছেলে ব্যাবসায়ী ওয়াসীম আকরাম জানান সোমবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটে তাদের জিন্নতপুরের নতুন বাড়ীতে দরজার লক ভেঙ্গে ৬ জন মুখোশদারী লোক ঘরে প্রবেশ করে । দরজার বিকট শব্দে তার শিশুপুত্র , স্ত্রী ও বৃদ্ধ মা ভয়ে চিৎকার শুরু করে । প্রথম তাকে প্রহার করে পরে তার ১৩ মাস বয়সী শিশুপুত্র য়ায়ান ও তাকে ছুরি ধরে জিম্মি করে ড্রয়ার থেকে নগদ ১ লাখ ৩০ হাজার টাকা , ৮ ভরি ওজনে স্বর্ণালংকার ও ২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের সুজকি জিকচার এসএফ ১৫৫ সিসি মোটর সাইকেল নিয়ে গেছে । ঘরের বাহিরে আরো ৩/৪ জন লোক ছিল । ঘরের ভিতরে থাকা ডাকাতদের হাতে চাইনিজ কোড়াল রামদা ও ছুড়ি ছিল বলে তিনি জানিয়েছেন । মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান ঘটনাস্থল পরিদর্শন করেছি ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
Leave a Reply