আবুল হাসনাত নবীনঃ
সরকারি আব্দুল জব্বার কলেজ ছাত্রলীগে এবার জনপ্রিয়তার তালিকায় প্রথমে রয়েছেন কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আরিফুল ইসলাম। কলেজ ছাত্রলীগকে গতিশীল ও শক্তিশালী করতে নতুন কমিটির উদ্যোগ নিয়েছেন ভোলা জেলা ছাত্রলীগ। এই ইউনিটে বেশ কয়জন প্রার্থী থাকলে জনপ্রিয়তার তালিকায় আরিফুল ইসলাম আরিফ- ই এগিয়ে আছেন।ক্যাম্পাসসুত্রে জানা যায় তিনি ভোলা ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপির আস্থাভাজন ও স্নেহধন্য।যার ফলে তিনি কলেজ ইউনিটে একাধারে সহ সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।তার নিকটতম অনেক প্রতিদ্বন্দ্বী থাকার কথা শুনলেও ক্যাম্পাসে ক্যাম্পাসে চষে বেড়াচ্ছেন তিনি একাই। ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের মূখে একই জয়ঢাক মেধাবী ও ক্লিন ইমেজের নেতা আরিফকেই চান সবাই।এ ব্যাপারে সভাপতি প্রার্থী আরিফুল ইসলাম আরিফ বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ে পূর্বেও যেভাবে সচেষ্ট ছিলাম ইনশাআল্লাহ আগামীতেও সেভাবে অধিকার আদায়ে সচেষ্ট থাকবো এবং আমার নেতা ভোলা ০২ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপির বিশ্বস্ত ভ্যানগার্ড ও ছাত্রলীগের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে কলেজ ছাত্রলীগকে একটি শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তুলবো।
Leave a Reply