শামছুল আলম আখঞ্জী তাহিরপুর প্রতিনিধি::
হাওর বাঁচান’ পরিবেশ পরিচ্ছন্ন রাখুন” এই শ্লোগানকে সামনে রেখে, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংঙ্গুয়ার হাওরের জীব,বৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষার জন্য” হাওর পরিচ্ছন্নতা অভিযান এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন।
আজ(১৬ অক্টোবর)শনিবার ১১ টার সময় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আয়োজনে
ট্যাকেরঘাট (শহীদ সিরাজ লেক)’র নদীর তীর ও নদীতে হাওর পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয় ।
হাওর পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলার নির্বাহী কর্মকর্তা রায়হান কবির, সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিসেট্রটের আলা উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কর, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খসরুল আলম, হাওর ও পরিবেশ উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, বাদাঘাট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ডানু জনতার উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোদাসির আলম সবুল, সাংবাদিক,জনতা,চানঁপুর,ট্যাকেরঘাট,উচ্চ বিদ্যালয়ের স্কাউট দলের শিক্ষার্থীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও নৌযান শ্রমিক প্রমুখ।
পরিচ্ছন্ন অভিযানে,জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন,টাংঙ্গুয়ার হাওরের পরিচিতি দেশ বিদেশে সুনামের কৃতির স্বাক্ষর রেখেছে। তাই এই সুনাম ধরে রাখতে হলে, পরিবেশ সুরক্ষায়’ কাজ করতে হবে, হাওর পরিচ্ছন্নতা অভিযান বাস্তবে রূপ দিতে হবে। নৌযান শ্রমিকসহ, স্থানীয় লোকজন নিজ দায়িত্বে, ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য আহ্বান করেন তিনি । এবং আগত পর্যটকদেরকে এই কাজে উদ্বুদ্ধ করতে, জলযান নৌ পরিবহন নামক নৌকায়, নির্দেশনা মুলক একটি লিফলেট নিজ হাতে লাগিয়ে দিয়েছেন । আসুন আমরা একযোগে কাজ করি, জীব ও বৈচিত্র্য পরিবেশ সুরক্ষায়’ অঙ্গীকারে আবদ্ধ হই।
পরিচ্ছন্ন অভিযান শেষ, ট্যাকেরঘাট পরিদর্শন বাংলোয় বসে, উপজেলার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক গনের সাথে বাল্যবিবাহ বন্ধের জন্য মতবিনিময় করেন ।
উপজেলার টাংঙ্গুয়ার হাওর,শহীদ সিরাজ লেক,বারেক টিলা, জয়নাল আবেদীনের শিমুল বাগান, পর্যটন স্পট হিসেবে সুপরিচিত, সৌন্দর্য উপভোগ করতে, ভ্রমণ পিপাসুদের জন্য নির্দিষ্ট নীতি মালা বেঁধে লিফলেট বিতরণ করা হয় । এতে উল্লেখ করা হয় ।
# পর্যটন স্পট সমূহে পানির বোতল পলিথিন প্যাকেট খাবার উচ্ছিষ্ট ও যেকোনো ধরনের পরিবেশ দূষণ বস্ত যততয না ফেলার জন্য অনুরোধ করা হচ্ছে ।
# হাওর ও সংশ্লিষ্ট এলাকার প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রতিটি নৌযানে রক্ষিত ডাস্টবিন ব্যবহার করতে হবে ।
#প্রাকৃতিক পরিবেশ বিনষ্টের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
# পর্যটক/ নৌযান কতৃর্ক পরিবেশ বিনষ্ট করা হলে প্রচলিত আইনে, মোবাইল কোর্ট বা নিয়মিত মামলা দায়ের করা হবে।
Leave a Reply