নিজস্ব প্রতিবেদনঃ
জাতীয় সাংবাদিক অধিকার সনদ চাই, জাতীয় সাংবাদিক সুরক্ষা আইন চাই প্রতিপাদ্য স্লোগানে সংগঠন এর প্রতিষ্ঠাতা আব্দুল্লা আল নোমানের পরিচালনায় ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির বিশেষ সাধারণ সভা সম্পন্ন হয়েছে।
২২ অক্টোবর শুক্রবার সকাল ১২ ঘটিকা থেকে শুরু করে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত বিডি ন্যাশনাল টিভির হলরুম আদাবর, শ্যামলীতে সভাপতি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা ও বিডি ন্যাশনাল টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান কাশেম।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিডি ন্যাশনাল টিভির চেয়ারম্যান ডাঃ নুরুল ইসলাম আকন্দ। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন শাপলা টিভির সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান, সিইও সাইফুল ইসলাম সহ বাংলাদেশের প্রত্যান্ত অঞ্চল থেকে আসা সদস্যবৃন্দ।
সভায় উদ্বোধক হিসেবে ছিলেন সংগঠন এর সিনিয়র উপদেষ্টা আরিফুজ্জামান সরকার সোহেল। সহযোগিতায় সিনিয়র উপদেষ্টা শাপলা টিভির চেয়ারম্যান নজরুল বেপারী।
Leave a Reply