জগন্নাথপুর প্রতিনিধি:-
জগন্নাথপুর উপজেলা সদরে কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস-এর দুটি অফিস হওয়াতে গ্রাহকরা বিড়ম্বনার শিকার হচ্ছেন। যার কারনে সাধারন গ্রাহকদের মুল্যবান কাগজপত্র সহ ডকুমেন্ট আসলে দুটি কুরিয়ার সার্ভিসে দৌড় ঝাপ করতে দেখা গেছে। তাদের এহেন কার্যকলাপে গ্রাহকরা আর কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসে ডকুমেন্ট পাঠানো থেকে বিরত রয়েছেন।
জানাযায়, দীর্ঘ ২০ বছর ধরে কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস জগন্নাথপুর এজেন্টটি নকিব লাইব্রেরীর মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। কিন্তু কিছুদিন ধরে দেখা যায় মা কম্পিউটার নামের প্রতিষ্ঠানে কন্টিনেন্টালের সাইন বোর্ড সাটানো দেখা যায়। কন্টিনেন্টাল কুরিয়ার সাভির্সের এক গ্রাহক সৈয়দ মারুক অভিযোগ করে বলেন গত ১৮ নভেম্বর তার একটি ডকুমেন্ট কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জগন্নাথপুরে আসে। তিনি মা কম্পিউটার এন্ড কুরিয়ার সার্ভিসে ডকুমেন্ট সংগ্রহ করার জন্য গেলে সেখানে দায়িত্বে থাকা লোকজন ভালো ব্যবহার নাকরে ডকুমেন্টটি নেই বললে জানায়।
এবিষয়ে কন্টিনেন্টাল কুরিয়ার সাভির্সের নতুন করে সাইনবোর্ড সাটানো মা কম্পিউটারের প্রোপাইটার গোবিন্দ দেব মুঠোফোন দিয়ে এই প্রতিবেদককে বলেন, দোকানের ছবি তুলেছ কেন ? নিউজ করলে করতে পার। গ্রাহক হয়রানির বিষয়ে তার বক্তব্য জানতে গোবিন্দ দেবকে তার ব্যবহিত মোবাইল ফোন ০১৭১৮——-৪৩৮ নাম্বারে ফোন দিলে সে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস-এর জগন্নাথপুর এজেন্সী প্রতিনিধি রিয়াজ রহমান জানান, আমি দীর্ঘদিন ধরে এজেন্সি পরিচালনা করে আসছি। নতুন করে কেউ সাইনবোর্ড সাটালে আমার জানানেই। আমি এখন পর্যন্ত গ্রাহক সেবা দিয়ে যাচ্ছি। জগন্নাথপুরে কন্টিন্টোলের দুটি অফিসের বিষয়ে জানতে চাইলে কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস-এর সুনামগঞ্জ জোনাল প্রতিনিধি এনামুল হক নান্নু জানান, আমার জানামতে জগন্নাথপুরে নকিব লাইব্রেরীতে এজেন্সী রয়েছে। আর কোন অফিস আছে বলে আমার জানানেই।
Leave a Reply