মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিভাগীয় কর্মসূচীর অংশ হিসেবে পাঁচ দফা দাবিতে আজ ২২ নভেম্বর সোমবার সকাল থেকে জগন্নাথপুরে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দিয়েছেন মালিক ও শ্রমিকরা।
রোববার (২১ নভেম্বর) সন্ধ্যায় ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেন জগন্নাথপুর বাস মালিক সমিতির সহ-সভাপতি মোঃ গোলাম রব্বানী।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে শ্রমিকরা পাঁচ দফা দাবি করে আসছিলেন। দাবি না মানায় সোমবার সকাল থেকে সুনামগঞ্জ থেকে কোনো দূরপাল্লার বাস ছাড়বে না বলে জানিয়েছেন তারা। তিনি আরো বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কতৃক বিগত ৯ নভেম্বর সিলেট জেলা প্রশাসক বরাবরে ৫ দফা দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছিলেন। সে সব দাবী মানার কোন পদক্ষেপ না নেওয়ায় পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী আজ সোমবার থেকে সিলেট বিভাগে সব ধরনের যানবাহন চলাচল অনির্দিষ্টকালে জন্য বন্ধ থাকবে।
শ্রমিকদের দাবিগুলো হলো- সিলেট জেলা অটোরিকশা চালক-শ্রমিক জোটের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা, প্রহসনের নির্বাচন’ ও ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায়’ ঘোষিত কমিটি বাতিল করা, মনোন্নয়ন ফি বাবদ আদায় করা সব টাকা ফেরত দেওয়া, সিলেটের আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-পরিচালককে প্রত্যাহার, সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতার নামে দেওয়া মামলা প্রত্যাহার, সিলেটের ট্রাফিক ও হাইওয়ে পুলিশের হয়রানি বন্ধ মেয়াদ উত্তীর্ণ সেতুতে ( শেরপুর সতু, শেওলা সেতু, লামাকাজী সেতু, ফেঞ্চুগঞ্জ সেতু ও শাহপরান সেতু) এর টোল আদায় বন্ধ, এবং সিলেটের চৌহাট্টাসহ শহরের বিভিন্ন স্থানে লেগুনা মাইক্রোবাস, কার, সিএনজি চালিত অটোরিকশাসহ ছোট গাড়ির জন্য পার্কিংয়ের ব্যবস্থা নিশ্চিত করা।
Leave a Reply