জগন্নাথপুর অফিস
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মুক্ত দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়েছে। ( ৯ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি জগন্নাথপুর সুনামগনজ উপজেলা শাখার যৌথ উদ্যোগে উপজেলায় বিভিন্ন কর্ম সুচির মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়। প্রথমে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয়ও দুদকের পতাকা উত্তোলন করা হয় এবং মানববন্ধনে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান সততা সংঘের সদস্য ও সর্বস্থরের জনতা অংশ গ্রহন করেন। উপজেলা সন্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও নারী নেত্রী সালেহা পারভীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভুমি অনুপম দাস অনুপ,অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মধু সুদন ধর, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, সিনিয়র সাংবাদিক সংকর রায়, মুহিবুর রহমান, শিক্ষক রুহুল আমিন, রফিক আহমদ, আনোয়ার হোসেন, রাসেল চৌধুরী, সহ আরো অনেকে।
Leave a Reply