মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দিরাই উপজেলায় যুক্তরাজ্য বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদের উদ্যোগে আজ ২২ জানুয়ারি শনিবার জোহরের নামাজের পর বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, দিরাই-শাল্লার সাবেক এমপি নাছির উদ্দীন চৌধুরীর রোগমুক্তি কামনায় আজমল হোসেন চৌধুরীর বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
দিরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ।
বক্তব্য রাখেন, শাল্লা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, দিরাই উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা ছবি চৌধুরী, দিরাই উপজেলা যুবদলের আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, জগদল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, করিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পংকজ দাস, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, আবুল কালাম আজাদ, এ কে সোহাগ, দিলুয়ার হোসেন, জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক একে সোহাগ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি সজিব রশিদ চৌধুরী, পৌর যুবদলের সদস্য সচিব আল মরিয়াদ তন্ময়, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম, প্রমূখ।
এ সময় বক্তারা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ করে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ দিরাই-শাল্লার সাবেক সাংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন।
যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাভেদ বলেন, বাংলাদেশের
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজ জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন উন্নত চিকিৎসার অভাবে। সরকার ইচ্ছা করে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছেনা। তিনি সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি বেগম খালেদা জিয়ার কিছু হয় এর দায়বদ্ধতা সরকারকেই নিতে হবে।
সব শেষে মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা জালাল উদ্দীন।
Leave a Reply