দেশ বাংলা ডেস্ক ::
সুনামগঞ্জে জেলার জগন্নাথপুর উপজেলার সর্ব বৃহত হাওর হলো নলুয়া হাওর , হাওরটিতে এ অন্চলের বোরো ফসলের খণি বলে পরিচিত । কয়েক লাখ মণ বোরো ধান এ হাওর থেকে প্রতিবছর এ অন্চলের কৃষকরা ঘরে তুলেন । প্রতি বছর ঢাক-ডোল পিটিয়ে ঘোষণা করা হয় যে এ হাওরের বেঁরি বাধ মেরামত করা হচ্ছে , সরকার বরাদ্দও দিয়া থাকে কিন্তু সুনামগন্জ ও স্হানীয় কিছু অসৎ আমলার কারসাজিতে সময়মত বাঁধটি মেরামত হয়না । যদিও মেরামত হয় সেটি তাড়াহুড়া করে ভালভাবে ভাল মাটি দিয়ে করা হয় না ফলে মেঘ-বৃষ্টি হলে ও জোয়ারের পানি আসলে প্রায় প্রতি বছরই ভুরাখালি গ্রামের স্লোইচ গেইটের পার্শ্বে নরমজনিত মাটি ও গভির জায়াগায় বাঁধটি ভেঙ্গে গিয়ে হাওরের ফসল তলিয়ে নিয়ে যায় । এ ব্যাপারে আমাদের এম পি ও পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি । অসৎ আমলাদের সায়েস্তা করে স্বঠিক লোককে দায়িত্ব দিয়ার জন্য বিশেষ ভাবে অনুরুদ করছি। শুনছি আমাদের সাবেক চেয়ারম্যান হারুন রশিদ ও বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যাতে বাঁধটি যাতে না ভাঙ্গে হাওরে পানি ঢুকে ফসল নষ্ট না হতে পারে সে জন্য এলাকার মানুষকে নিয়ে প্রাণ পন চেষ্টা করে যাচ্ছেন। ধন্যবাদ তাঁদেরকে ভাল প্রচেষ্টার জন্য । আমার বিশ্বাস এবারের মত হয়তো আল্লাহর রহমতে হাওরটির ফসল বেঁচে যাবে ।
।
Leave a Reply