স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্র্যাক ওয়াশ কর্মসূচির উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় মাসিক স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
”২০৩০ সালের মধ্যে মাসিক কে জীবনের একটি স্বাভাবিক বিষয়ে পরিণত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ” এই প্রতিবাধ্য বিষয়কে সামনে রেখে ২৯ মে রবিবার সকালে জগন্নাথপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়
প্রাঙ্গন থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা পরিষদ ও ডাকবাংলা এলাকার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই জায়গায় এসে শেষ হয় ।
পরে জগন্নাথপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল মাসুদের সভাপতিত্বে ও ব্র্যাক ওয়াশ এর জগন্নাথপুরের কর্মসূচী সংগঠক মোঃ আমজাদ হোসেনের পরিচালনায়
এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোখলেছুর রহমান, জগন্নাথপুর জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আব্দুর রব সরকার, ব্র্যাক জেন্ডার জাস্টিস ও ডাইভারসিটি প্রোগ্রামের সুনামগঞ্জ রিওজোনাল ম্যানেজার মহসিন, ব্র্যাক ওয়াশ কর্মসূচীর সুনামগঞ্জ এরিয়া সুপারভাইজার মোঃ হুছেন আলী, জগন্নাথপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক জয়ন্ত শেখর , ব্র্যাক ওয়াশ কর্মসূচীর টেকনিক্যাল অফিসার মোঃ রাশেদুল ইসলাম, ব্র্যাক ওয়াশ কর্মসূচীর মাঠ সংগঠক শিবলী রাণী দাশ প্রমূখ।
Leave a Reply