বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই কেন্দ্রীয় মসজিদ এর নবনির্মিত দ্বিতীয়তলার শুভ উদ্বোধন করা হয়। গত (২৬ জুলাই) শুক্রবার ১২ ঘটিকায় স্থানীয় ইকড়ছই গ্রাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে নবনির্মিত দ্বিতীয় তালার উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইকড়ছই হাফিজিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা মোঃ ছমির উদ্দিন,
মসজিদ উন্নয়নকাজের তত্বাবধায়ক যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজ সেবক হাজী আব্দুল মুতলিব ভুঁইয়া, যুক্তরাজ্য প্রবাসী এলাকার প্রবীন ব্যক্তি গিয়াস উদ্দিন ভূঁইয়া, মসজিদের মুতাওয়াল্লি ফজর উল্লা ভূঁইয়া, মাওলানা মুফতি গিয়াস উদ্দিন, ক্যাশিয়ার ইকবাল হোসেন, পৌর কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি কামাল হোসেন, কাউন্সিলর সুহেল আহমদ, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি হাজী আফসর উদ্দিন ভূঁইয়া, জগনাথপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল আহাদ, উপজেলা আওয়ামী লীগের সাবে যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান,সালিশি ব্যক্তিত্ব আব্দুল হাসিম, সাবেক বাজার সেক্রেটার জাহির উদ্দিন, মসজিদ উন্নয়ন কমিটির ক্যাশিয়ার ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান মুজিব,
দিলোয়ার হোসেন ভূইয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছালিক আহমদ পীর, বর্তমান কমিটির সভাপতি আব্দুল মুকিতসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের আগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মসজিদের নির্মাণকাজের তত্বাবধায়ক যুক্তরাজ্য প্রবাসী হাজী আব্দুল মতলিবকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
যুক্তরাজ্য প্রবাসী হাজী মো: আব্দুল মুতলিব ভূঁইয়া জানান, আমাদের অত্র এলাকার প্রবাসীদের আর্থিক অনুদানে ও এলাকাবাসীর সহযেগিতায় মসজিদের নতুন দ্বিতীয় তলা নির্মিত হয়েছে এতে প্রায় এক কোটি টাকা ব্যয় হয়।
Leave a Reply