জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের কৃতি সন্তান মির্জা বাড়ির মির্জা মাওলানা আবুল কালাম ইমাম’র নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। আজ (১৪ জানুয়ারি) মঙ্গলবার আছরের নামাজের পর উনার নিজ বাড়িতে হাজারো মুসল্লির উপস্থিতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। শেয়খে কাতিয়া হযরত মাওলানা আমিন উদ্দীন’র সাহেবজাদা হযরত মাওলানা এমদাদুল্লাহ জানাযার ইমামতি করেন। জানাজা শেষে মোনাজাত করেন খলিফায়ে ফুলতলী ইকড়ছই মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল হযরত মাওলানা ছমির উদ্দিন। নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনির দুই ছেলে এক মেয়ে স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মির্জা মাওলানা আবুল কালাম ইমাম দীর্ঘ প্রায় ৫২ বছর সুনামের সাথে ইমামতি করেছেন।
Leave a Reply