মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
আলহাজ্ব এখলাছুর রহমান স্মৃতি ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ৫ম মেধা যাচাই পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মেধা যাচাই পরীক্ষা পরিচালনা করেন নগদীপুর মাদ্রাসার মুহতামীম মাওলানা সাদিকুর রহমান, দৌলতপুর মহিলা মাদ্রাসার মুহতামীম মাওলানা মাহমুদুল হাসান, সিকন্দরপুর মাদ্রাসার মাওলানা কামরুজ্জামান, কামরিবীজ মাদ্রাসার মাওলানা ছালেহ আহমদ, দৌলতপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা সুজাত খান, পুকিডর মাদ্রাসার মুহতামীম মাওলানা আহমদ কবির আরেফি, জগদল মহিলা মাদ্রাসার মুহতামীম মাওলানা রশিদ আহমদ, রাজনাও মহিলা মাদ্রাসা মুহতামীম শাহ ফরিদ আহমদ।
শনিবার ২৫ জানুয়ারি বেলা ২টায় সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের ঐতিহ্যবাহী কামরিবীজ গ্রামে আলহাজ্ব মিজানুর রহমান মিজান এর বাড়িতে আলহাজ্ব এখলাছুর রহমান স্মৃতি ইসলামী ফাউন্ডেশনের প্রতিষ্টাতা ও সভাপতি আলহাজ্ব মিজানুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা মাহমুদুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাওলানা মহি উদ্দিন ক্বাসেমী অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সংগঠনের অর্থ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রহমান আকাশ, মাওলানা কামরুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়, সুশিক্ষায় জাতির মেরুদণ্ড। আর এই সুশিক্ষাটা একমাত্র আমাদের কওমি মাদ্রাসাতেই পাওয়া যায়। কওমি মাদ্রাসায় যে লেখাপড়া হয়, সেটা হলো ইলমে ওহীর লেখাপড়া। ইলমে ওহীর লেখাপড়ার পাশাপাশি আবার সাহিত্যের মধ্যে আমাদের ছাত্ররা হাতে কলম নিয়েছে দিকনির্দেশনা করতেছে, এটা আমাদের জন্য বড় সুসংবাদের একটা বিষয়। আল্লাহ তায়ালা যেন মরহুম আলহাজ্ব এখলাছুর রহমান স্মৃতি ইসলামী ফাউন্ডেশনের সাথে জড়িত সবাইকে কলম যোদ্ধা হওয়ার তৌফিক দান করেন।
আলহাজ্ব এখলাছুর রহমান স্মৃতি ইসলামী ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান মিজান তার বক্তব্যে বলেন, আলহাজ্ব এখলাছুর রহমান স্মৃতি ইসলামী ফাউন্ডেশন দীর্ঘদিন থেকে সুনামগঞ্জে কওমি মাদ্রাসা ভিত্তিক ছাত্রদেরকে বিভিন্ন অঙ্গনে প্রতিভা বিকাশের জন্য কাজ করে যাচ্ছে। দীর্ঘদিন থেকে লেখালেখির অঙ্গনে আমাদের কওমি শিক্ষার্থীদের কে এগিয়ে নিয়ে আসার জন্য আলহাজ্ব এখলাছুর রহমান স্মৃতি ইসলামী ফাউন্ডেশন কাজ করছে। এটা আমাদের দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল, সুনামগঞ্জের মেধাবীদেরকে তার মেধা বিকাশে এবং পরবর্তীতে তার মেধা কে আরও শক্তিশালী করার জন্য আমাদের এই মেধা যাচাই পরীক্ষার আয়োাজন করা। মেধা যাচাই আয়োজকেরা জানিয়েছেন, জেলাব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগীতায় কওমি মাদ্রাসার ইবতেদায়ী ৫ম শ্রেণীর ১৩ জন কৃতকার্য হলে এতে জেলাব্যাপী মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন করিমপুর মাদ্রাসার শিক্ষার্থী সোয়াইব আহমদ, দ্বিতীয় স্থান অধিকার করেন টুক দিরাই মাদ্রাসার শিক্ষার্থী হুজায়ফা বেগম ও তৃতীয় স্থান অধিকার করেন জামেয়া ইসলামিয়া ঝিগলী মাদ্রাসার শিক্ষার্থী আবু হুরায়রা । অনুষ্ঠানে মেধা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আলহাজ্ব এখলাছুর রহমান স্মৃতি ইসলামী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান মিজান। অন্যান্য দশ জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
Leave a Reply