জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল ৩১ জানুয়ারি
শুক্রবার রাত ৮ ঘটিকায় জগন্নাথপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের নতুন কমিটি গঠনের লক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক সমকাল পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি মোঃ তাজ উদ্দিন আহমদকে সভাপতি, ও দৈনিক যুগান্তর পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি মোঃ সানোয়ার হাসান সুনু’কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৩ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
এছাড়াও সহ সভাপতি পদে দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি মোঃ আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক প্রথম আলো পত্রিকার প্রতিনিধি অমিত দেব, কোষাধ্যক্ষ পদে দৈনিক সংগ্রাম প্রতিনিধি মুহাম্মদ জামাল উদ্দিন আহমেদ বেলাল, দপ্তর সম্পাদক পদে দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মোঃ গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক পদে দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক উত্তরপূর্ব প্রতিনিধি মোঃ আমিনুল হক সিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক সকালের সময় প্রতিনিধি মোঃ আমিনুর রহমান জিলু, এবং কার্যকরী পরিষদের সদস্য হিসেবে দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি মোঃ আলী আহমদ, দৈনিক কালবেলা প্রতিনিধি গোবিন্দ দেব, দৈনিক সিলেট বাণী ও দৈনিক দিনকাল প্রতিনিধি হিফজুর রহমান তালুকদার জিয়া’,দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি জুয়েল আহমেদ নির্বাচিত হন।
এর আগে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সদ্য নির্বাচিত জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি মোঃ তাজ উদ্দিন আহমদ, এবং সাধারন সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু, সহ সভাপতি মোঃ আব্দুল হাই, যুগ্নসাধারন সম্পাদক অমিত দেব, প্রেসক্লাব সদস্য অরুপ সরকার, শাহ এস এম ফরিদ, হুমায়ুন কবির ফরিদী, মুকিম আহমদ, বিপ্লব দেব নাথ, সুমিত রায়, আল-আমিন ইসলাম, দুলন মিয়া, রুম্মান আহমেদ সহ আরো অনেকে।
Leave a Reply