হিফজুর রহমান তালুকদার জিয়া::
জগন্নাথপুর উপজেলার নলুয়া ও মইয়ার হাওর সহ বিভিন্ন হাওরে চলছে ফসল রক্ষা বাঁধের কাজ। জগন্নাথপুরে ফসল রক্ষা বাঁধের ৩৯ টি বাঁধের কাজ চলমান রয়েছে। কোন কোন বাঁধের কাজ রয়েছে শেষ পর্যায়ে। গত সোমবার সরেজমিনে ৩৭নং পিআইসি সোনাতলা এলাকায় বেড়িবাঁধ পরিদর্শনে গেলে দেখাযায় বালি মিশ্রিত মাটি দিয়ে করা হচ্ছে বাঁধের কাজ। তবে বেঁড়িবাধ কাজ শেষ হওয়ার আগেই বাধঁটির বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। তাছাড়া বাঁধের কাজ বালি মাটি দিয়ে করার কারণে বৃষ্টিপাতে যে কোন সময় বাঁধ ভেঙ্গে ফসল হানির সম্ভাবনা রয়েছে।
বেড়িবাঁধ এলাকার কৃষক আব্দুল আলীসহ অনেকে জানান, বালি মাটি দিয়ে বাধেঁর কাজ করায় বাঁধে ফাঁটল দেখা দিয়েছে। ৩৭ নং বাধের এ স্থানটি অত্যান্ত ঝুঁকিপূর্ণ।
পিআইসির সভাপতি ইউপি সদস্য আবুল হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে বাধে কোন ফাঁটল সৃষ্টি হয়নি বলে তিনি জানান।
এব্যাপারে পাউবোর উপ-সহকারী প্রকৌশলী সবুজ কুমার শীল জানান, ফসল রক্ষা বাধ এলাকাটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply