জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কামরাখাই গ্রামের কবিরুল ইসলাম খামার বাড়ি ও বাড়ির পাশে তাদের নিজ মালিকানা ভূমিতে রোপন করেন ১৫ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ। কবিরুলের ইসলামের স্বপ্ন ছিল গাছগুলো বড় হয়ে আশপাশের জমিতে চাষাবাদ করা কৃষকে ছায়া দিবে। রক্ষা হবে পরিবেশের ভারসাম্য। নিজেও লাভবান হবেন অর্থনৈতিক ভাবে। কিন্তু রোপনকৃত গাছগুলো রাতের আধারে ভেঙ্গে দিয়েছে দুস্কৃতিকারীরা। ভেঙ্গেগেল স্বপ্ন, ক্ষতিগ্রস্হ হলেন আর্থিকভাবে। গাছ ভাঙ্গার বিষয়ে ভূমির মালিক কবিরুল ইসলাম জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করেন, গত ২০ফেব্রুয়ারী রাত অনুমান ১১টার পর যে কোন সময় আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করার লক্ষ্যে পূর্ব শক্রতা বশত পূর্ব পরিকল্পিতভাবে আমার নিজ মালিকানাধীন ভূমিতে রোপনকৃত ইউক্লিপ্টার ও আকাশি প্রজাতির ৮ ফুট থেকে ৯ফুট উচ্চতার চারা গাছগুলো রাতের আধারে ভেঙ্গে দিয়ে তিন লক্ষ টাকার ক্ষতি সাধন করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার রোপনকৃত ১২ শতাধিক চারা গাছ ভেঙ্গে দিয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ব্যাপারে কবিরুল ইসলাম বলেন, দুস্কৃতিকারীরা আমার ক্ষতি সাধন করতে সবসময় সুযোগের সন্ধানে রয়েছে। দুস্কৃতিকারীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির প্রদানে প্রশাসনের নিকট দাবী জানাই। এই ব্যাপারে এলাকাবাসী জানান এই কেমন শত্রুতা, আমারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট এর সঠিক বিচার চাই।
Leave a Reply