জগন্নাথপুর প্রতিনিধিঃ-সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি মোরগের ফার্মে বেজি (নেউল) এর হানায় ১৪০০ মোরগের বাচ্চার মৃত্যু হয়েছে। এতে ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। জগন্নাথপুর পৌর শহরের বাড়ি জগন্নাথপুর গ্রামে ১১ ডিসেম্বর বুধবার রাতে বেজি দল এক ব্যবসায়ীর ফার্মে হানা দিয়ে ফার্মে থাকা ৪ দিন বয়সের ১৪০০ মোরগের বাচ্চাকে মেরে ফেলে।
Leave a Reply