কুমিল্লা সংবাদদাতাঃ-
হেলিকপ্টার ভাড়া করে বিয়ে করতে যাওয়ায় এলাকায় আলোচনার কেন্দ্র বিন্দুতে উঠে এসেছে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাসিরউদ্দিন মির্জা। গতকাল বুধবার(২৬ ডিসেম্বর) এক কিলোমিটার দুরত্বে কনের বাড়ীতে হেলিকপ্টার ভাড়া করে বিয়ে করতে যাওয়ায় উৎসুক জনতা ও এলাকার মানুষের আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হন তিনি।নাসিরউদ্দিন মির্জা কুমিল্লা জেলার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে।দুতিয়াপুর হাজি বাবরু মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যান নাসির। এসময় সঙ্গে ছিলেন তার মা। এরপর বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষে হেলিকপ্টারে করে নববধূূ জান্নাতুল মাওয়া পিয়া ও তাঁর এক ভাবিকে নিয়ে নিজ গ্রামে ফেরেন নাসির।
Leave a Reply