মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর:
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া-তেলিকোনা সড়কের কলকলিয়া বাজার পার্শ্ববর্তী এলাকায় ধ্বসে পড়া ব্রীজের বিকল্প রাস্তা ছাড়াই পুনঃনির্মাণ কাজ চলছে। এতে জনসাধারন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলা, জেলা ও বিভাগীয় শহর সিলেট এর সাথে যোগাযোগের একমাত্র রাস্তাটি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া-তেলিকোনা সড়কের কলকলিয়া বাজার এলাকার নিকটবর্তী আটপাড়া উচ্চ বিদ্যালয় এলাকায় অবস্থিত কালভার্ট ব্রীজের পুনঃ নির্মাণ কাজ ১০/১২ দিন ধরে চলছে। নির্মাণ কাজটি পেয়ে থাকেন রূপন কনস্ট্রাকশন। বিকল্প রাস্তা না করেই নির্মাণ কাজ চালিয়ে যাওয়ায় এই সড়ক দিয়ে চলাচলকারী জনসাধারণ চরম ভোগান্তির মধ্যে দিয়ে পায়ে হেঁটে চলাচল করছেন। এ সড়ক দিয়ে জীবন -জীবিকার তাগিদে প্রতিনিয়ত হাজার হাজার জনসাধারণ ও স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষক শিক্ষার্থী সহ মালবহনকারী যানবাহনে চলাচল করে থাকেন। বিকল্প রাস্তা না থাকায় দীর্ঘ দিন পর ধ্বসে পড়া ব্রীজটির কাজ শুরু হলেও জনসাধারনের ভোগান্তি আরো বেড়ে যায়। পথচারীরা জানান, অধিক মুনাফার আশায় ঠিকাদারী প্রতিষ্টান বিকল্প রাস্তা না করে কাজ চালিয়ে যাচ্ছেন। কলকলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ তারা মিয়া জানান, বিকল্প রাস্তা তৈরী সহ ব্রীজের কাজ টেন্ডার হয়েছে। বিকল্প রাস্তা না করে ব্রীজের কাজ শুরু করার বিষয়টি উপজেলা প্রকৌশলীকে অবহিত করব। ব্যাপারে রোপণ কনস্ট্রাকশন রূপন মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমন ক্ষেত দিয়ে জনসাধারণের চলাচলে সমস্যা হলে দ্রæত বিকল্প রাস্তা করব। উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার জানান, বিকল্প রাস্তা সহ ব্রীজ নির্মাণের টেন্ডার করা হয়েছে। জনসাধারণের দুর্ভোগ লাগবে বিকল্প রাস্তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply