বিশেষ প্রতিনিধি: আগামী ১৪, ১৫ জানুয়ারী দরগাহ্-ই- আলহাজ হযরত শাহ আব্দুল মতিন (রহ:) কদ্রিছ শাহ্ (রহ:)/ কন্যা শাহ্ (রহ;) ২দিন ব্যাপী ৩১তম বাৎসরিক উরস মোবারক পীর মঞ্জিল হযরত শাহ পরান (রহ:) সিলেট অনুষ্টিত হবে। ২দিন ব্যাপী অনুষ্টানের প্রথম দিন ১৪ জানুয়ারী মঙ্গলবার খতমে কোরআন, খতমে ছফিনা, মিলাদ মাহফিল ও সারা রাত জিকির আজকার অনুষ্টিত হবে। দ্বিতীয় দিন ১৫ জানুয়ারী বুধবার গিলাফ ছড়ানো, সারা রাত জিকির আজকার, রাত ৪টায় মিলাদ মাহফিল ও শেষ মোনাজাত, বাদ ফজর তবারুক বিতরন অনুষ্টিত হবে। উক্ত অনুষ্টানে সকল ভক্তবৃন্দদের উপস্থিত থাকার জন্য আলহাজ¦ হযরত শাহ আব্দুল মতিন (রহ:) মাজার শরীফ ওয়াক্ফ এস্টেট এর মোতাওয়াল্লী আলহাজ¦ শাহ আজমল আলী অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply