মো: হুমায়ুন কবির: জগন্নাথপুর উপজেলার প্রাচীনতম বিদ্যাপীঠ পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি ভেঁঙে দিয়ে এডহক কমিটি গঠনের আদেশ দেয়া হয়েছে। রোববার সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ মঈনুল ইসলাম সাক্ষরিক এক পত্রের মাধ্যমে জানাযায় সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশ ক্রমে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধান মালা ২০১৯ এর ৩৮(১) এর ধারা অনুযায়ী বিদ্যমান ম্যানেজিং কমিটি ভেঁঙ্গে দেয়া হল। বিদ্যালয় পরিচালনা এবং পরবর্তী নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে একটি এডহক কমিটি গঠনের অনুমতি প্রদান করা হল। বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে সরকারি প্রায় ৬ লাখ ৬৫ হাজার ৮শ ৯০ টাকা আত্মসাতসহ বিভিন্ন অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে লিখিত অভিযোগের প্রেক্ষিতে এই কমিটি ভেঁঙে দেয়া হয়েছে বলে অভিযোগকারী পাইলগাঁও এলাকার বাসিন্দা জ্যোতির্ময় জানান।
Leave a Reply