স্টাফ রিপোর্টার: দেশে করোনা উদ্ভূত পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অমান্য করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। আজ শুক্রবার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামে সৈয়দ ফয়জুর রহমানের মেয়ের বিয়ের অনুষ্টানের আয়োজন করা হয়। এমন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত ঘটনাস্থলে পৌছে বিয়ের সত্যতা পেয়ে আয়োজনকারী সৈয়দ ফজলুর রহমানকে দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক অবহেলাজনিত কার্য যার দ্বারা জীবন বিপন্নকারী রোগের সংক্রমণ বিস্তার লাভের সম্ভাবনা রয়েছে এমন অপরাধ প্রমাণিত পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অভিযানকালে সেনাবাহিনী ও থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
Leave a Reply