জগন্নাথপুর অফিস: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মাহমুদ মিয়ার বিরুদ্ধে ত্রান বিতরণকালে অর্থ আদায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও চিত্র সহ পোষ্ট প্রদান করা হয়েছে। এতে পোষ্টকারীরা ত্রান সামগ্রী গ্রহনকারীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ করে ইউপি সদস্য মাহমুদ বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন। করোনা ভাইরাস উপলক্ষে ২৮ মার্চ সরকারের দেয়া বরাদ্দ ইউপি সদস্য মাহমুদ মিয়া নিজ ওয়ার্ডে না নিয়ে ৩নং ওয়ার্ড ইউপি সদস্যের বাড়িতে রেখে যান। পরবর্তীতে ৩০ মার্চ মাহমুদ মিয়া গ্রাম পুলিশের মাধ্যমে জনপ্রতি ৫০টাকা করে আদায় করে ত্রান সামগ্রী বিতরণ করেন। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ এলাকায় নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (পিআইও) জগন্নাথপুর অফিসের উপ-সহকারী প্রকৌশলী সাইফ উদ্দিন খান জানান, ত্রাণ বিতরণকালে আদায়কৃত অর্থ ইউপি সদস্য মাহমুদ মিয়া ফেরত দিয়েছেন।
Leave a Reply