হিফজুর রহমান তালুকদার জিয়া / শাহ কবির মিয়া : জগন্নাথপুর-আউশকান্দি-পাগলা-সুনামগঞ্জ আঞ্চলিক মহা-সড়কের কাজ চলমান রয়েছে। এরই মধ্যে জগন্নাথপুর অংশের কাজ সমাপ্তি হলেও নিম্ন মানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করার ফলে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর ও কলকলিয়া মহা বিদ্যালয়ের সামনে সড়কে ফাটল দেখা দিয়েছে। সুনামগঞ্জ জেলা সহ আশ পাশের কয়েকটি জেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের একান্ত প্রচেষ্টায় দ্রæত গতিতে চলছিল এ মহাসড়কের কাজ। কিন্তু ঠিকাদারী প্রতিষ্টান এম এম বিল্ডার্স এর দায়সারা ও নিম্ন মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে কাজ করায় সড়কে এমন ফাটল সৃষ্টি ও ভেঙ্গে পড়েছে বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে। তবে সড়কের নির্মাণ কাজ শেষ হতে না হতেই এভাবে ফাটল ও ভেঙ্গে পড়ায় এলাকার বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীসহ এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে নিম্ন মানের কাজের বিষয়ে তদন্ত করে ঠিকাদারী প্রতিষ্টানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানান। মহাসড়কের ফাটল ও ভেঙ্গে পড়ায় বিষয়ে উপজেলার কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নুরুল হক জানান, এ সড়কটি আমাদের দীর্ঘদিনের স্বপ্ন। সড়কটিতে ফাটল সৃষ্টি হওয়ায় জনগনের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তিনি তদন্ত পূর্বক সরকারের উন্নয়নকে প্রশ্নবিদ্ধকারী ঠিকাদারী প্রতিষ্টান এম এম বিল্ডার্স এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানান। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক এমদাদুর রহমান সুমন জানান, পরিকল্পনামন্ত্রী মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এ এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন রাজধানী ঢাকার সাথে যোগাযোগের এ আঞ্চলিক মহা সড়কটির কাজ দ্রুততার সাথে এগিয়ে চলছে। এরই মধ্যে ঠিকাদারী প্রতিষ্টানের এ ধরনের কাজ আমরা আশা করিনি। ঠিকাদারী প্রতিষ্টান অত্র এলাকার মানুষের সাথে নিম্ন মানের কাজের মাধ্যমে প্রতারনা করেছে। তিনি নিম্ন মানের কাজের জন্য কাজের তদারকীর দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়ী করেছেন। এছাড়া মজিদপুর এলাকার আব্দুল হান্নান, জমির আলী, রেজাউল করিম, জাহাঙ্গীর আলম, রুবেল আহমদ সহ অনেকেই সড়কের ফাটল সৃষ্টি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। এম এম বিল্ডার্স এর ম্যানেজার জামাল উদ্দিন জানান, কাজের বিষয়ে ইঞ্জিনিয়ার বলতে পারবেন। জামাল উদ্দিনের দেয়া ঠিকাদারী প্রতিষ্টানের ইঞ্জিনিয়ারের মোবাইল নাম্বারে ফোন দিলে ফোনটি রিসিভ করেননি।
এম এম বিল্ডার্স এর কাজের অনিয়মের বিষয়ে তথ্য দিয়ে আমাদের ধারাবাহিক প্রতিবেদনে সহযোগিতা করুন—————
Leave a Reply