মো: রফিক আলী: জগনাথপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের কেশবপুর গ্রামের ডা: আশরাফ আলী ও সৈয়দা গোলসানা দম্পতির মেয়ে, সাদিয়া মাহ্জাবিন আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি পরীক্ষা ২০২০ এ বিজ্ঞান বিভাগ থেকে জি.পি.এ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। ইতিমধ্যে সে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছিল এবং বৃত্তি পেয়েছিল। ভালো ফলাফলের জন্য সে তার অভিভাবক ও শিক্ষক মন্ডলী সহ সকলের নিকট কৃতজ্ঞ, উচ্চশিক্ষা অর্জন করে সে মানব কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চায়। এজন্য সে ও তার অভিভাবকগণ সকলের নিকট দোয়া প্রার্থী। এছাড়াও সাদিয়া মাহ্জাবিন দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এর সনদপ্রাপ্ত ক্বারিয়া, ইসলামী সংগীত শিল্পী ও জগন্নাথপুর আর্ট ইস্কুলের (চারুকলা) ৩য় বর্ষের ছাত্রী।
Sadia sultana