স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে যোগদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান (এমপি) আজ
মঙ্গলবার (৪আগষ্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তা কর্মচারীগনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জননেতা সিদ্দিক আহমদ। উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান প্রমুখ।
এ সময় উপজেলা প্রসাশনের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী কর্তৃক নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের অনুকূলে চেক বিতরণ অনুষ্টানের প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান চেক বিতরণ করেন। এছারাও প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি এবং করোনায় ক্ষতিগ্রস্ত দুঃস্থ অসহায়দের মধ্যে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও আর্থিক অনুদান প্রদান করেন।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা এবং বন্যায় কতি গ্রন্থ অসহায়দের মধ্যে ত্রাণ বিতরণ করা করেন। পরে পরিকল্পনা মন্ত্রী উপজেলা পরিষদ চত্ত্বরে ১টি আম গাছের চারা রোপন করেন। এসময় উপরে উল্লেখিত অতিথি সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply