ছাতক প্রতিনিধি: ছাতক উপজেলার সামাজিক বন্ধু সংগঠন ছাতক একতা ফ্রেন্ডস্টাফের নেতৃবৃন্দরা গতকাল ৪ অাগষ্ট মঙ্গলবার বিকাল ৫টায় ছাতক থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মঈন উদ্দিন অাহমদ শিপনের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। ছাতক একতা ফ্রেন্ডস্টাফের প্রতিষ্টাতা সভাপতি সাংবাদিক তানভীর অাহমদ জাকিরের নেতৃত্বে ১৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাৎকালে ছাতক থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মঈন উদ্দিন অাহমদ শিপন-কে ফুলেল শুভেচ্ছা জানান ছাতক একতা ফ্রেন্ডস্টাফের নেতৃবৃন্দরা। প্রতিনিধি সদস্যদের মধ্যে ছাতক একতা ফ্রেন্ডস্টাফের সভাপতি তানভীর হাসান জাহেদ, সাধারণ সম্পাদক মো: আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক শাহিন আল হাসান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক
শাহরিয়ার সালমান, অর্থ সম্পাদক মো. আলী হোসেন, প্রচার সম্পাদক রিপন আহমদ আরশীল, দপ্তর সম্পাদক বুরহান উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আরিয়ান আহমদ হুসাইন, সমাজকল্যান সম্পাদক আশিকুল ইসলাম জুয়েল, প্রকাশনা সম্পাদক মো: রুবেল আহমদ, ক্রিড়া সম্পাদক জাকির আহমদ ছিলেন।
ছাতক একতা ফ্রেন্ডস্টাফের নেতৃবৃন্দের উদ্দেশ্যে ছাতক থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মঈন উদ্দিন অাহমদ শিপন বলেন, তরুন প্রজন্মরাই অাগামীর বাংলাদেশে নেতৃত্ব দিবে, তাই অাইনের প্রতি শ্রদ্ধা অার ভালবাসা লালন এবং দেশ প্রেমের উদ্বোধ্ব হয়ে পড়ালেখা করে একজন অাদর্শবান মানুষ হিসেবে একেকজন গড়ে উঠা। তিনি সংগঠনের কার্যক্রম দেখে প্রশংসা করে বলেন, ছাতক একতা ফ্রেন্ডস্টাফের প্রতিটি সামাজিক কার্যক্রমে পুলিশ প্রশাসনের সহযোগীতা থাকবে।
Leave a Reply