স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর হাড়িকোনা গ্রামের সৈয়দ ইর্শাদ আলীর ছেলে সৈয়দ সুহেল মিয়ার অবস্থা আশংকা জনক বলে পরিবারের লোকজন জানিয়েছেন।
জানাযায়, পূর্ব বিরোধের জের ধরে গত ১৬ জুলাই প্রতিপক্ষ সৈয়দপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত মির্জা আব্দুস সালাম লালা মিয়ার ছেলে মির্জা মুকরামিন, মির্জা মুরছালিন ও মির্জা মোস্তাকিনের নেতৃত্বে তার লোকজন সৈয়দ সুহেল মিয়াকে তার বাড়ির পাশে রাস্তায় দাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। সাথে সাথে তার পরিবারের লোকজন সুহেল মিয়াকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করেন। প্রায় এক সপ্তাহ চিকিৎসা নিলেও সুহেল মিয়ার অবস্থা এখন আশংকা জনক বলে জানাগেছে। এ ঘটনায় সৈয়দ সুহেল মিয়া গত ৪ আগষ্ট সুনামগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন। সুহেল মিয়া জানান, আদালতে মামলা দায়েরের পর থেকে প্রতিপক্ষ মির্জা মুকরামিনসহ তার লোকজন আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে। আজ রবিবার সকাল ১০টায় প্রতিপক্ষ মির্জা মুকরামিন সহ ৭/৮জন আমাকে ও আমার বোন জামাই সৈয়দ ছফেদ আলীর উপর হামলা করতে বাড়িতে গেলে পরিবারের লোকজনদের আর্ত চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় আজ রবিবার সৈয়দ সুহেল মিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে প্রতিপক্ষ মির্জা মুকরামিন এ ঘটনাটি অস্বীকার করেছেন।
Leave a Reply