ছাতক প্রতিনিধি:: সুনামগঞ্জের ছাতকে মারামারি মামলার পলাতক অাসামী ইউপি সদস্য কয়েছ মিয়া (৩৭) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার অাছাকাচর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে জাউয়াবাজার ইউপি সদস্য ও কামরাঙ্গি গ্রামের অালতাব অালীর ছেলে।
জানা যায়, গত ১৭ জুলাই বিকেলে জাউয়াবাজার ইউনিয়নের কপলা বাজারে কামরাঙ্গী গ্রামের আবদুল সাত্তার ও সুরিগাও গ্রামের আবদুস শহিদ মিয়ার মধ্যে কাঁঠাল ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে মারামারি হয়। ইউপি সদস্য কয়েছ মিয়ার নেতৃত্বে লোকজনকে মারপিট করে আহত করে। এ ঘটনায় কপলা গ্রামের চমক অালীর ছেলে অাবদুল কাহার বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা (নং-১৯) দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা, জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসঅাই সোহেল রানার নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
Leave a Reply