আন্তর্জাতিক ডেস্ক :: ক্ষোভে ফুঁসছে চীনআ’মেরিকার বি’রুদ্ধে যু’দ্ধ পরিস্থিতি উসকে দিল চীন। আকাশসীমা পার হওয়া নিয়ে আ’মেরিকার বি’রুদ্ধে বড়সড় অ’ভিযোগ। তাদের দাবি, আকাশসীমা পেরিয়ে মা’র্কিন গুপ্তচর বিমান ঢুকে পড়েছে চীনা ভূখণ্ডে।বেইজিংয়ের দাবি, মা’র্কিন গুপ্তচর বিমান ইউ-টু চীনের আকাশসীমায় উড়তে দেখা গিয়েছে। অনেক বেশি উচ্চতায় উড়তে সক্ষম এই সুদক্ষ বিমানগুলো মা’র্কিন যু’ক্তরাষ্ট্রের অন্যতম অ’স্ত্র, যা দিয়ে চীনের ওপর নজর রাখছে আ’মেরিকা।উল্লেখ্য, আ’মেরিকার এই গুপ্তচর বিমান ৭০ হাজার ফুট ওপর দিয়ে যেকোনও মিসাইল হা’মলা থেকে নিজেকে বাঁচিয়ে উড়ে যেতে সক্ষম। ফলে চীনের কাছে এটি বড় হু’মকির কারণ হয়ে দাঁড়াচ্ছে।
জানা গেছে, চীনের পিপলস লিবারেশন আর্মির নর্দান কমান্ড যখন সে’না মহড়ায় ব্যস্ত ছিল, তখন চীনের আকাশসীমায় নজরদারি চালিয়েছে মা’র্কিন গুপ্তচর বিমান।এই প্রসঙ্গে ওয়াশিংটন জানিয়েছে, আন্তর্জাতিক বিধি মেনেই এশিয়া-প্যাসিফিকে উড়ছে ইউ-টু বিমান। এই বিমান কোনও আন্তর্জাতিক বিধিভঙ্গ করেনি। পাল্টা তাদের দাবি, চীন এই বিমানগুলোকে আগে থেকে চীনে নিতে না পারায় ক্ষোভে ফুঁসছে, তাই ভিত্তিহীন কথা বলছে।
Leave a Reply