দৈনিক দেশবাংলা ডেস্ক:: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও চট্টগ্রাম জেলা প্রশাসন যৌথভাবে কর্ণফুলীর উত্তর পাড়ে উচ্ছেদ অভিযান চালিয়েছে। এতে ১০ একর ভূমি উদ্ধার করা হয়েছে৷ উচ্ছেদ অভিযানে ভেঙ্গে ফেলা হয়েছে ২০০টি স্থাপনা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ও আগের দিন বুধবার দুদিন এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ ও পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এহছান মুরাদ
নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ বলেন, আগে উচ্ছেদ করা জায়গাতে আবার দোকানপাট বসিয়ে দখল করেছিল। তাই কর্ণফুলীর উত্তর পাড়ে সদরঘাট থেকে মাঝিরঘাট এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এতে ২০০ কাঁচা, সেমিপাকা ঘরসহ দোকান ভেঙ্গে দেওয়া হয়েছে এবং বন্দরের ১০ একর ভূমি উদ্ধার করা হয়েছে।
Leave a Reply