জগন্নাথপুর অফিস :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বজ্রপাতে মিঠন মিয়াা (৩০)নামের ১ ব্যক্তির মৃত্যু হয়েছে।এলাকাবাসী জানান আজ (৩০ আগষ্ট ) রবিবার ভোরে মাছ শিকার করতে ইছগাঁও হাওরে গেলে বজ্রপাতে মিঠন মিয়ার মৃত্যু হয়। মিঠন মিয়া উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রামের মৃত্য ঠাকুর উল্লার ছেলে। ঘটনার সত্ততা নিশ্চিত করেছেন রাণীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা ।
Leave a Reply