আনোয়ার হোসেন যুক্তরাজ্য ::
জনাব , আমি আপনার ইউপির সর্ববৃহৎ ও জনবহুল এবং ঐতিহ্যবাহী গ্রাম, চিলাউড়া গ্রামের বড় বাড়ী নিবাসী, বর্তমানে সেইন্ট আলবান্স-ইউকেতে বসবাসরত মোহাম্মদ গুলজার হোসাইন ( গুলফর মিয়া ) ।গেল ৪/৫ দিন আগে ঠীক এই ভাবেই আমাদের সাংসদ ও মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয় জনাব এম এ মান্নান সাহেবের কাছে একটি খোলা চিঠি লিখিয়াছি । আর সাঁতই নভেম্বর ২০২০ তারিখে ভাতিজা জিল্লুর রশিদ( লিল ) আমার বাসা থেকে আপনাকে ফোন করলে আমিও ফোনালাপনে অংশ নেই , তখন আপনার নিকট থেকে জানতে চাই যে আমাদের পুরাণো লকেলবোর্ডের সড়ক যে সড়কটি পৌর এলাকার গ্রাম যাত্রাপাশা গ্রামের মোড় থেকে আরম্ভ হয়ে রওয়াকান্দি ( রৌয়াকান্দি ) হয়ে চিলাউড়া গ্রামের মাঝাপাড়ার মধ্যদিয়ে চিলাউড়া বাজারের সড়ক হয়ে সমধল নদী ক্রস করে ইসমাইচক গ্রাম ও বাউধরন গ্রাম হয়ে বেতাউকা গ্রাম পর্যন্ত পৌঁছার কথা ছিল ! আপনি “ গোগল “ এ জগন্নাথপুরের পশ্চিমের রোড ম্যাপ দেখলে দেখতে পাবেন যে , যে সড়কটি কবিরপুর ও হলদিপুর হয়ে চিলাউড়া গ্রামে গিয়ে পৌছিয়াছে সেটি আসলতো রোড ম্যাপে রওয়াবিলের
( রৌয়াবিল ) পূর্বপাড় দিয়ে চিলাউড়া গ্রামে গিয়ে পৌছিয়াছে দেখানো হয়েছে । কাজেই আসল সড়কটি কিন্তু রওয়াবিলের ( রৌয়াবিল ) পূর্বপাড় দিয়ে বাস্তবায়িত হওয়র কথা যদিও পশ্চিম পাড় তথা কবিরপুর ও হলদিপুর হয়ে একটি সড়ক রয়েছে । আপনি চেয়ারম্যান সাহেব আমাকে ফোনালাপনে আশ্বস্ত করেছেন যে আপনি রওয়াবিলের ( রৌয়াবিল )
“ কারা “ এর জন্য একটি ব্রিজের ব্যবস্হা করেছেন । এর জন্য এলাকাবসীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ ঙ্ঘ্যাপন করছি । চেয়ারম্যান সাহেব আপনি যদি জনপ্রতিনিধী হিসাবে আপনার ক্ষমতানুযায়ী চেষ্টা করেন তবে মন্ত্রী মহোদয়ের নজরে আমার খোলা চিঠিখানা এলাকাবাসীর পক্ষ থেকে তুলে ধরতে পারবেন আর আপনার নিকট খোলা চিঠি খানা তাঁর নজরে আনতে পারবেন । সিলেট/ সুনামগন্জ সড়কটি যদি দেখার হাওরের মধ্য দিয়ে গিয়ে প্রটেকশনের মাধ্যমে ঠীকে থাকতে পারে তবে আমাদের এই সড়কটি মাত্র দেড় কিলমিটার জায়গা ঠীকানো অসম্ভব নয় নিশ্চয়ই ! মন্ত্রী মহোদয় যখন সুনামগন্জ থেকে নেত্রকোনা জেলা পর্যন্ত উড়াল সড়ক নেওয়ার জন্য ইচ্ছুক তখন কয়েক হাজার এলাকাবসীর দীর্ঘদিনের এ দাবীটি বাস্তবায়নে মন্ত্রী মহোদয় নিশ্চয়ই রাজি হবেন আশা করতে পারি ! আপনি ও আমাদের ইউপির ৩/৪ নং ওয়ার্ড সদস্য গণ যদি উদ্বোগি হন আর মন্ত্রী মহেদয়কে চাপ দেন তবে কাজটি হয়ে যাবে এতে সন্দেহ নাই । নির্বাচন আসলে বেঙ্গের ছাতার মত প্রার্থী দাঁড়াতে দেখা যায় কিন্তু এলাকার কাম করে কয়জন ? নির্বাচন আসছে তাই আপনি সহ সকল চেয়ারম্যান প্রার্থী ৩/৪ নং ওয়ার্ডের প্রার্থীদের স্বরণ করিয়ে দিতে চাই জনকল্যাণে ও জনস্বার্থে নির্বাচনের আগে রাস্তাটিকে বাস্তবায়ন করার চেষ্টা করলে নির্বাচনে সফলতা পাওয়ার আশা আছে বৈ কি । আমার বিশ্বাস আমি আপনাকে যতটুকু জানি সে হিসাবে আমাদের দাবীটুকু আপনি বাস্তবায়ন করে ইতিহাস সৃষ্টি করবেন সে আশা নিশ্চয়ই করতে পারি ।
——————————————-
মোহাম্মদ গুলজার হোসাইন( গুলফর মিয়া)-সেইন্ট আলবান্স-ইউকে ।
Leave a Reply