দৈনিক দেশ বাংলা ডেস্ক::
মোঃ আশরাফুল
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ফিক্সিংয়ের কারণে পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন বাংলাদেশের প্রথম তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। এরপর সাজা ভোগ করে ২০১৮ সালের ক্রিকেটের ময়দানে ফিরল ও এখনো পর্যন্ত জাতীয় দলে সুযোগ পাননি তিনি। তবে এখনো হাল ছাড়েননি মোহাম্মদ আশরাফুল।
একদিনের জন্য হলেও বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে চান মোহাম্মদ আশরাফুল। সিনিয়র ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদের ইউটিউব চ্যানেল নট আউট নোমানে সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন আশরাফুল। দেশে-বিদেশে এখনো লাখো ভক্ত রয়েছে মোহাম্মদ আশরাফুলের।
তাদের চাওয়া পূরণ করতেই আবারো জাতীয় দলের হয়ে খেলতে চান তিনি। সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেন…. এবার তিনি প্রস্তত বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে খেলতে।
“আমার স্বপ্ন কিন্তু একটাই, আবার বাংলাদেশের হয়ে খেলব। আমার এ স্বপ্নের পেছনে বড় শক্তি হলো আমার ভক্তরা। কারণ দেশে ও দেশের বাইরে আমার অনেক সমর্থক এখনও বিশ্বাস করে যে, দেশকে আমি আরও সার্ভিস দিতে পারব। আমিও বিশ্বাস করি যে, অন্তত একদিন হলেও খেলব বাংলাদেশ দলে।’
“সেলক্ষ্যে প্রস্তুতি নিতেই আমি প্রতিদিন… আমার বাসা বনশ্রী, সেখান থেকে ধানমন্ডি গিয়ে দৈনিক ৩-৪ ঘণ্টা জিম করেছি। আসলে আমি গত ৭-৮ বছর ধরে দেশ ও দেশের বাইরে সে সমর্থনটা পাচ্ছি, তাদের জন্য হলেও যেন আমি একটা ম্যাচ খেলতে পারি। সেজন্যই আসলে আমি কষ্ট করে যাচ্ছি।’
আশরাফুলের বিশ্বাস এখনো বাংলাদেশ জাতীয় দলের হয়ে দুই থেকে তিন বছর খেলতে পারবেন তিনি। এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে যে লেভেলের ফিটনেস প্রয়োজন তিনি তা করতে প্রস্তুত।
করোনাভাইরাস কালীন সময়ে ঢাকার অদূরে কেরানীগঞ্জে যে ব্যক্তিগতভাবে অনুশীলন করেছেন মোহাম্মদ আশরাফুল। যার ফল হিসেবেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের সুযোগ পেয়েছেন তিনি।
সাক্ষাৎকারে আশরাফুল আরো বলেন, ’একটা ম্যাচ তো আসলে স্রেফ বলার জন্য। আমি বিশ্বাস করি, আমি দেশকে অন্তত আরও ২-৩ বছর দেশকে সার্ভিস দিতে পারব।’
২০১৭-১৮ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগের ৫ সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন মোহাম্মদ আশরাফুল। সে সময় অনেকেই ধরে নিয়েছিলেন আবার হয়তো জাতীয় দলের জন্য বিবেচনায় আসবেন আশরাফুল। কিন্তু ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখতে পারেননি আশরাফুল।
এছাড়াও বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রামের দলের হয়ে খেলেছিলেন আশরাফুল। তখন তিনি নিজে থেকেই জাতীয় দলের জন্য প্রস্তুত ছিলেন না বলে জানিয়েছেন। অবশ্য এখন তিনি জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত আছে বলে জানিয়েছেন।
‘আমি যখন ৫টা সেঞ্চুরি করেছিলাম, তখনও কিন্তু আপনাদের (মিডিয়া) বা কাউকেই বলিনি যে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে প্রস্তুত আছি। তখনও বলেছি যে আমার ফিটনেস নিয়ে কাজ করতে হবে। তবে এখন আমি বিশ্বাস করি যে, আমি আন্তর্জাতিক ক্রিকেট খেলতে প্রস্তুত আছি।’
এসময় আসন্ন টি-টোয়েন্টি কাপে নিজের লক্ষ্যের কথা জানিয়ে আশরাফুল বলেন, ‘আমি সেরা পারফরমার হতে চাই, সেরাদের তালিকায় থাকতে চাই। যেহেতু আমি স্বপ্ন দেখি জাতীয় দলে খেলার, এই খেলাটা আবার সরাসরি দেখানোও হবে। তাই এই জায়গাটায় আমি চাইব, আমাকে যেন ২-৩ ম্যাচ খেলার সুযোগ দেয়া হয়। তাহলে আমি সবার প্রত্যাশা পূরণ করতে পারব আশা করি।
জা.নি.তা.
Leave a Reply